আওয়ামী সরকারের পতনের পর আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের কর্তৃক প্রকাশিত এক গোপন তথ্যে দেখা যায়, সাধারন জনগনের ব্যাক্তিগত তথ্যে হস্তক্ষেপ ও তথ্য সংগ্রহে DGFI কে ভারতীয় ১ টি ও বাংলাদেশি ১ টি আইটি কোম্পানী সহায়তা প্রদান করেছে।
সিস্টেমএডমিনবিডি এর গোয়েন্দা বিভাগের অনুসন্ধানে DGFI কে সহায়তাকারী ‘Tiger IT’ এর পরিচালকদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

জুলকারনাইন সায়ের কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা যায় গুম-খুনের জন্য দ্বায়ী তৎকালীন DGFI এর কর্মকর্তাদেরকে সাধারন নাগরিকদের NID,BRIS,BANK ও Mobile ইত্যাদির তথ্য সংগ্রহে Tiger IT প্রত্যক্ষভাবে সহায়তা করে।
এ বিষয়ে নিশ্চিত হতে অনুসন্ধান চালায় Systemadminbd এর গোয়েন্দা বিভাগ। Tiger IT এর একজন সাবেক কর্মকর্তার এক নিজস্ব পোস্টে DGFI তথা আওয়ামী সরকারকে সহায়তার কথা স্পষ্ট হয়।

Tiger IT এর ৭ জন পরিচালকদের নাম ও ছবি নিম্নে প্রকাশ করা হলোঃ








Mahbub Alam নামক পরিচালক এর তথ্য বা ছবি এখনো পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি।
সকল তথ্য সমূহ Systemadminbd কর্তৃক ফাঁস করা হলো,এবং সকল তথ্য Systemadminbd এর গোয়েন্দা বিভাগ কর্তৃক ভেরিফাই করা হয়েছে।